কলকাতা ব্যুরো: সংক্রমণে আজ আবার ১৫ লক্ষ ছাড়িয়ে গেল ভারত। আবার প্রায় ৫০ হাজার সংক্রমণ একদিনে। এই নিয়ে পরপর চারদিন সংক্রমণ ৫০ হাজার ছুঁইছু্ঁই। ফলে দুদিনে লাফিয়ে ১ লক্ষের গণ্ডি পার করছে ভারত। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৮,৫১২। দেশে মোট মৃত্যু ৩৪ হাজারের বেশি। ৩৪,১৯৩। তবে মৃত্যুর হার সামান্য কমল। ২.২৩ শতাংশ। ৭৬৮ জন মারা গেলেন ২৪ ঘণ্টায়। বাড়লো সুস্থতার হার। ৬৪.৫১ শতাংশ। দেশে এখন মোট আক্রান্ত ১৫, ৩১,৬৬৯ জন।

Share.
Leave A Reply

Exit mobile version