কলকাতা ব্যুরো: নজিরবিহীনভাবে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে পথ অবরোধে নামলেন করোনা রোগীরা। পূর্ব মেদিনীপুরের কাথির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এদিন সকাল থেকে রাস্তায় নেমে আসেন। হাসপাতাল ছেড়ে করোনা রোগীরা ভিড় জমান রাস্তায়। বন্ধ হয়ে যায় যানচলাচল। আর এত করোনা রোগী একসঙ্গে রাস্তায় নেমে আসায় খুব স্বাভাবিকভাবেই তাদের সরিয়ে দেওয়ার জন্য সামনে আসতে দেখা যায়নি কোন পুলিশকে।

তাদের অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থা ওই বেসরকারি হাসপাতালে। মূলত পরিচ্ছন্নতার অভাব সেখানে প্রকট হয়ে রয়েছে। নোংরা এবং দুর্গন্ধে বাথরুমে ঢোকা যায়না। ঘরগুলি সপ্তাহে একবার হয়তো পরিষ্কার হয়, ফলে নোংরা আবর্জনা এবং দূষণের মধ্যেই তাদের ভর্তি থাকতে হচ্ছে।

এরই সঙ্গে খাওয়া নিয়ে চরম অরাজকতা র অভিযোগ। রোগীদের নিম্নমানের খাবার এবং বাসি খাবার দিনের পর দিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই করো না রোগীরা। যেখানে করোনা রোগীদের নিরাপদ জায়গায় অন্যান্য লোকেদের থেকে দূরে রাখার কথা, সেখানে এত জন রোগী কি করে এবং কোন পরিপ্রেক্ষিতে হাসপাতাল ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন তার কোন সদুত্তর নেই প্রশাসনের কাছে। উত্তর নেই ওই হাসপাতালের তরফেও।

Share.
Leave A Reply

Exit mobile version