কলকাতা ব্যুরো: মোবাইল মাধ্যমে প্রতারণা বন্ধে আরও তৎপর হচ্ছে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। বুধবার বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন মোবাইলে ফোন করে লটারি জেতা, কেওয়াইসি আপডেট সহ একাধিক কথা বলে সাধারণ মানুষের প্রতারিত হওয়ার ঘটনা নিত্যদিন বেড়েই চলেছে। উদয়নবাবুর অভিযোগ তিনিও প্রতারিত হয়েছেন।

শুধু তাই নয়, কোনও তথ্য প্রমান না দিয়ে কি করে এই প্রতারকরা সহজেই মোবাইলের সিম পেয়ে যাচ্ছেন সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এই প্রতারণা নিয়ে সাধারণ মানুষের সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরের আরও বেশি করে প্রচার চালানোর অনুরোধ জানান তিনি। মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা আটকাতে কি ব্যবস্থা নিচ্ছে তাঁর দফতর? এদিন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়ার কাছে জানতে চান উদয়ন গুহ।

উত্তরে মানস ভুঁইয়া বলেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে দ্রুত এই প্রতারণা বন্ধের চেষ্টা করা হবে। তিনি ইতিমধ্যে দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রশ্নি সেনকে আইটি সচিব রাজীব কুমারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন এবং দ্রুত আলোচনা করে সমাধানের পথ বের করতে বলেছেন।

এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এমআরপি-এর থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে পাউরুটি। শুধু তাই নয়, ওজনের ক্ষেত্রেও উঠছে বিস্তর অভিযোগ। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়ার দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তাঁর অভিযোগ, পাউরুটি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকরা সঠিক ওজন পাচ্ছেন না বা এমআরপি মূল্য পরিশোধ করেও প্রতারিত হচ্ছেন।

জবাবে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে দফতর। এই অভিযোগের সত্যতা যাচাই করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা উৎপাদন ইউনিট বা বেকরি এবং রুটি বিক্রির দোকানগুলিতে অভিযান চালাবেন দফতরের অফিসাররা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইদ্রিস আলি, যিনি রাজ্যের বেকারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত রয়েছেন। তবে তিনি উদ্বেগ প্রকাশ করায় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। উৎপাদনকারী সংস্থাগুলির একটি অংশ প্যাকেটে কম পরিমাণ রুটি রাখার ফলে এবং দোকানদারদের একটি অংশ এমআরপি থেকে ১ বা ২ টাকা বেশি নেওয়ায় আদতে উপভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন আমাদের ওজন পরিমাপক দল বৃহস্পতিবার থেকে উৎপাদন ইউনিট এবং বাজার পরিদর্শন করবে এবং এমএলএ আলির উত্থাপিত রুটি নিয়ে কোনও অনিয়ম আছে কি না, সে সম্পর্কে আমার বিভাগে একটি রিপোর্ট জমা দেবে। পরবর্তীতে দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

Share.
Leave A Reply

Exit mobile version