কলকাতা ব্যুরো: কয়েক হাজার কোটি টাকার জ্বালানির তদন্ত করবে ক্রেতা সুরক্ষা দপ্তর। পেট্রল পাম্পগুলি থেকে বেশ কিছুদিন ধরেই করেছিলেন পাম্প মালিকরা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে রাজ্যের পেট্রল পাম্পগুলি কম তেল পাচ্ছে। তাদের অভিযোগ, ট্যাংকারে কারচুপি করা হচ্ছে। ফলে পেট্রল পাম্পগুলি তে যে তেল ঢুকছে তা প্রাপ্য থেকে কম।
পাম্প মালিকদের বক্তব্য, রাজ্যে প্রায় তিন হাজার পেট্রোল পাম্প রয়েছে। ট্যাঙ্ক গুলি গরমিল করে পাম্পগুলিকে কম তেল দিচ্ছে বলে মালিকদের অভিযোগ। তাদের অভিযোগ, প্রতিটি পাম্প এখন পর্যন্ত প্রায় ১০০ লিটার এর কাছাকাছি কম তেল পেয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই রাজ্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। দুর্গাপূজা মিটে গেলেই এ নিয়ে তদন্ত নামবে ক্রেতা সুরক্ষা দপ্তর।

Share.
Leave A Reply

Exit mobile version