কলকাতা ব্যুরো: বিহারে বামেদের প্রশংসনীয় ভালো ফলের পর বিতর্ক বাড়লো বাংলায়। বিহারে সি পি আই এম এল ১২ টি আসন দখল করেছে। বামেরা সর্বসাকুল্যে ১৬ টি আসনের নিয়ন্ত্রক। আর নির্বাচনের সেই সাফল্যের পর বিজেপিকে দেশের সবচেয়ে বড় শত্রু বলে চিহ্নিত করেছেন লিবারেশন এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য্য। তারপরেই তার বক্তব্য, তৃণমূলের থেকেও ভয়ঙ্কর বিজেপি। তাই এ রাজ্যে আগামী নির্বাচনে বিজেপিকে হারাতে বামেরা তৃণমূলকে জোটে নিতে পারে বলে মনে করেন তিনি।


যদিও সি পি আই এম এল নেতার এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন এ রাজ্যের বামফ্রন্টের নেতারা। বামফ্রন্টের বিমান বসুর বক্তব্য, সাম্প্রদায়িকতার ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল এর কোন অমিল নেই। সবদিক দিয়েই বিজেপি এবং তৃণমূল এ রাজ্যের প্রধান শত্রু। তিনি সরাসরি লিবারেশন নেতার নাম না করলিও, তার মন্তব্য সম্পর্কে বিমান বাবুর বক্তব্য, যারা এ রাজ্যে রাজনীতি করেন না, তারা এখানকার রাজনৈতিক বিষয়গুলি বুঝে উঠতে পারবেন না। তার স্পষ্ট বক্তব্য, এ রাজ্যে একইসঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের।

বামফ্রন্টের একাধিক নেতাও মনে করছেন, লিবারেশনের নেতা সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হলেও, এ রাজ্যের রাজনীতি সম্পর্কে তার বাস্তব ধ্যান-ধারণা কম। এখানে তৃণমূলকে রেয়াত করলে মানুষ তা ভালোভাবে নেবে না। আর গত ১০ বছরে এ রাজ্যের শাসক হিসেবে তৃণমূলের কাজকর্মে ক্ষুব্দ মানুষ। তাই তাদের বিশ্বাস অর্জন করতে হলে, কোনোমতেই তৃণমূলের সঙ্গে জোট বাঁধা বামের পক্ষে সম্ভব নয়।

Share.
Leave A Reply

Exit mobile version