কলকাতা ব্যুরো: হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। যার জেরে বৃহস্পতিবার কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ডিজেলের দাম। পেট্রলের দাম পেরিয়েছে ১১০ টাকা। রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে পৌঁছে গিয়েছে হাজারের কোঠায়। সবমিলিয়ে জ্বালানির জ্বালায় জর্জরিত সাধারণ মানুষ। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এমন মানববিরোধী পদক্ষেপের বিরোধিতা করে বৃহস্পতিবার দিল্লির বিজয় চকে অবস্থান বিক্ষোভ শুরু করে কংগ্রেস। নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। তবে শুধু দিল্লিই নয় এদিন সকালে দক্ষিণ কলকাতাতেও বিক্ষোভ দেখায় কংগ্রেস।
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটতেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মূল্যবৃদ্ধি। সেই নাগপাশে শেষ দশদিনে ন’বার অল্প অল্প করে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে লিটারপিছু ৬.৬৮ টাকা ও ৬.৪৩ টাকা করে। যার জন্য লক্ষ্মীবারে কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটারপিছু ১১১.৩৫ ও ৯৬.২২ টাকায়। ২১ মে যা ছিল যথাক্রমে ১০৪.৬৭ ও ৮৯.৭৯ টাকা।
এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারই কলকাতার রাস্তায় নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলারা। নেতৃত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গোলপার্ক থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা। এবার তৃণমূলের দেখানো পথে হাঁটলো কংগ্রেস। দিল্লির বিজয় চকে বসে অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা। সামনের সারিতেই রয়েছেন রাহুল গান্ধী, অধীর চৌধুরীরা।
মূল্যবৃদ্ধি প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, গত ১০ দিনে ৯ বার বেড়েছে জ্বালানির দাম। যত তাড়াতাড়ি সম্ভব মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুক সরকার। আজ দিনভর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে কংগ্রেস।
অধীর চৌধুরীর কথায়, আমরা আগেই বলেছিলাম, পাঁচ রাজ্যের ভোট মিটলেই লাফিয়ে বাড়বে জ্বালানির দাম। সেটাই হল। কেন্দ্র সরকার মানুষের কষ্ট বুঝবে না। জ্বালানির মূল্য এখনই কমানোর দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় আন্দোলন চলবে।