কলকাতা ব্যুরো: ভোট ঘোষণা হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পরেও কলকাতায় পুরভোটের প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। কিন্তু ত্রিপুরায় পুরভোটে বিপুল জয় এ রাজ্যে ফের ঘুরে দাঁড়ানোর আশা করছে মোদির দল। ফলে কলকাতায় পুরভোট হয়ে যাওয়ার পর রাজ্যে বাকি ১১৩ টি পুরসভার (কলকাতা বাদে ১১১ টিতে বকেয়া আর নতুন দুটি পুরসভা) ভোটে ত্রিপুরার ফলাফল প্রচারে গুরুত্ব দিতে চান বিজেপির রাজ্য নেতারা। এদিন ত্রিপুরায় পুর ভোটের ফলাফল অনুযায়ী, গোটা রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পেরেছে পদ্ম শিবির।

আগরতলায পুর নিগমে বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া শুধু নয়, গোটা রাজ্যের ১৩ পুরসভা ও ছয়টি নগর পঞ্চায়েতে ৩৩৪ টি আসনের ৩২৯ টি দখল করে ফেলেছে শাসক দল। বাকি চারটের মধ্যে তিনটি বামেরা, আর রাজ্যে প্রথম লড়াইয়ে নেমে একটি আসন ঘরে তুলে খাতা খুলতে পেরেছে তৃণমূল কংগ্রেস। যদিও দু’মাস মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূল মোট ভোটের ২০ শতাংশের বেশি নিজেদের পকেটে ভরতে পেরেছে। যা ২০২৩ এর ত্রিপুরার বিধানসভা ভোটের জন্য যথেষ্ট তাদের উৎসাহ যোগাতে পারে। কিন্তু ত্রিপুরার এই জয় বাংলার মাটিতে কতটা পদ্ম ফোটাতে পারবে আগামী পুরসভা গুলিতে, তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে।
মোট আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় ১১২টিতে আগেই জিতে গিয়েছিল বিজেপি। ২২২টির ফলাফল এদিন প্রকাশিত হয়। ফলাফল প্রকাশ হতেই শুধু গেরুয়া ঝড় আছড়ে পরে। বিজেপি ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছে, তৃণমূল ২৪ শতাংশের কাছে আর বামেরা ১৮ শতাংশ। 2018 সালে বামেদের পরাস্ত করে ত্রিপুরায় বিধানসভা দখলের পর নিঃসন্দেহে এই পৌরসভা গুলি দখল বিজেপির জন্য বাড়তি অক্সিজেন জোগাবে।

এদিন প্রকাশিত ফলাফল অনুযায়ী পুরসভা গুলিতেকে কোথায় দাঁড়িয়ে রয়েছে তার কিছু নমুনা দেখে নেওয়া যাক। পানিসাগর নগর পঞ্চায়েত ১২টি ওয়ার্ডে বিজেপি এবং ১টি ওয়ার্ডে সিপিএম জয়ী হয়েছে। সাব্রুম নগর পঞ্চায়েতের সবকটি আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। সিপিএম দ্বিতীয়। আমবাসা পুর পরিষদ ১৫ টি আসনের মধ্যে ১২ টি আসনে জয়ী বিজেপি, ১ টি আসনে জয়ী সিপিএম, ১টি আসনে জয়ী তিপ্রা মথা, ১টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যে লড়াই করে এই একটি আসনে সম্বল এবার তৃণমূলের। ১৩ নাম্বার ওয়ার্ডে সুমন পাল তৃণমূলের কাউন্সিলর পদে জয় পেলেন। কুমারঘাট পুর পরিষদের ১৫ ওয়ার্ডেই জয়ী বিজেপি। বিলোনিয়া পুর পরিষদ ১৬ টি আসনেই বিজেপির জয়।
সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৩ টিতেই ওয়ার্ডেই জয়ী বিজেপি। কৈলাশহর পুর পরিষদ এর ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ড পেয়েছে বিজেপি, একটিতে জয়ী সিপিএম। অমরপুর নগর পঞ্চায়েত বিজেপির দখলে।১৩টি আসনের সবকটিতেই জয়ী বিজেপি। ধর্মনগর পুর পরিষদে ২৪টি আসনে ভোট হয়েছে। বিজেপি সবকটিতে জয়ী হয়েছে। একটি আসনে আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে। জিরানিয়া নগর পঞ্চায়েতে ১টি আসনে ভোট হয়েছে। বিজেপি তাতে জয়ী হয়েছে। বাকি ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে। আগরতলা পুর নিগমের ৫১ টি আসনের মধ্যে সবগুলিতে বিজেপি জয়ী হয়েছে। তবে এখানে সিপিএমকে পিছনে ফেলে 26 টি আসনেই দ্বিতীয় স্থানে নিজেকে রাখতে পেরেছে তৃণমূল।


ত্রিপুরায় এই জয় কলকাতায় বিজেপি সকাল থেকেই উল্লাসে মাতলো। তারই মাঝে দফায় দফায় চলল বিজেপি নেতাদের বৈঠক। কিন্তু এদিনও কলকাতার ১৪৪ টি আসনের জন্য প্রার্থী নিশ্চিত করে তা ঘোষণা করতে পারলো না নেতৃত্ব।

Share.
Leave A Reply

Exit mobile version