কলকাতা ব্যুরো: দিন কয়েক আগেই ফের কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে আরো ছয় মাসের জন্য দায়িত্ব নেওয়ার পরই কি দলে বিদ্রোহীদের ছাঁটাইয়ের কাজ শুরু করলেন সোনিয়া গান্ধি? রাজ্যসভা এবং লোকসভার নীতি নির্ধারণের জন্য কংগ্রেস যে কমিটি গড়লো, সেখানে বিদ্রোহীদের হয় ছাঁটাই করা হয়েছে, না হয় গুরুত্ব কমানো হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা। বিশেষ করে রাহুল ঘনিষ্ঠদের গুরুত্ব বাড়ানো হয়েছে।

রাজ্যসভার কমিটিটি গড়া হয়েছে প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশের নেতৃত্বে। সেখানে জায়গা পেয়েছেন সনিয়ার ব্যক্তিগত সচিব ও দলের কোষাধ্যক্ষ আহমেদ প্যাটেল, কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কে সি বেনুগপাল ও। রাজ্যসভায় কংগ্রেসের লিডার গুলাম নবী আজাদ এবং ডেপুটি লিডার আনন্দ শর্মা কমিটিতে জায়গা পেলেও, কমিটির মাথায় জয়রাম রমেশকে বসিয়ে বিদ্রোহীদের একটি বার্তা দেওয়া হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ যে ২৩ জন কংগ্রেস নেতা দলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি দিয়েছিলেন তার মধ্যে ছিলেন আজাদ ও শর্মা ও।

অন্যদিকে লোকসভার কমিটিতে জায়গা মেলেনি সুবক্তা হিসেবে পরিচিত শশী থারুর কিংবা মনীশ তিওয়ারির। তাঁরাও সই করেছিলেন চিঠিতে। লোকসভার কমিটিতে রয়েছেন রাহুল ঘনিষ্ঠ গৌরব গগৈ, পাঞ্জাবের রভনীত সিং বিট্টো , লোকসভার নেতা অধীর চৌধুরী, তামিলনাড়ুর মনিক্কম ঠাকুর, কেরালার কে সুরেশ।

Share.
Leave A Reply

Exit mobile version