কলকাতা ব্যুরো: রবিবার বারাবনির চারণপূর ও কাশিডাঙ্গা জঙ্গল থেকে ২১ টন চোরাই কয়লা আটক করলো সিআইএসএফ। উদ্ধার হওয়া চোরাই কয়লা ভানোর ওয়েস্ট ব্লকের কয়লা ডিপোতে পাঠিয়ে দেওয়া হয়। গোটা আসানসোল কোলিয়ারি এলাকা জুড়ে চোরাই কয়লার সঙ্গে যুক্ত কোয়েক হাজার লোক।

সিআইএসএফের কমান্ডার মিথিলেশ কুমার জানান, অবৈধ কয়লার বিরুদ্ধে সিআই,এসএফের অভিযান এখন চলবে।

Share.
Leave A Reply

Exit mobile version