কলকাতা ব্যুরো: শনিবার রাতে রহস্যমৃত্যু হলো চিৎপুরের গোপাল মুখার্জি লেনের এক অভিজাত আবাসনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারতলার ওই ফ্ল্যাটের মধ্যে চলছিলো বচসা। মারধরের শব্দও শোনা যায় বাইরে থেকে। স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে দেখেন, মারপিট চলছে। রক্তারক্তি কান্ড। তখন ওই ফ্ল্যাটে ছিলেন মোট পাঁচ জন। তারমধ্যে দুজন মহিলাও ছিলেন। স্থানীয় মানুষই খবর দেন চিৎপুর থানায়। পুলিশ আসতে দেখে চারতলার ঘরের জানালা থেকে মরণঝাঁপ দেন এক ব্যক্তি। তার নাম আব্দুল হোসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জানা গিয়েছে, হুগলির দাগি দুষ্কৃতী ওই ব্যক্তি। তার বিরুদ্ধে খুন, তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। অনুমান করা হচ্ছে, পুলিশের হাত থেকে বাঁচতেই লাফ দেয় ওই ব্যক্তি।

আবাসিকরা জানান, সেখানে কোনো ফ্ল্যাট নেই মোস্তাকের। তবে ফ্ল্যাটের মালিকের কাছে মাঝেমধ্যে আসতেন তিনি। যার ফ্ল্যাট তিনিও সবসময় ওখানে থাকেন না। মাঝেমধ্যে আসতেন। সঙ্গে থাকে বেশ কিছু লোক। দুই- একদিন থেকে তিনি আবার চলে যান।কি নিয়ে গতকাল বচসা চলছিলো এবং কেনই বা ওই ব্যক্তি ছাদ থেকে ঝাঁপ দিলো তা খতিয়ে দেখছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version