কলকাতা ব্যুরো: চিটফান্ড সংস্থার বিরুদ্ধে লাগাতার তদন্ত জারি রেখেছে সিবিআই নতুন করে এ রাজ্যে দুটি বেআইনি চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুই কর্তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই চিটফান্ড সংস্থা একত্রে প্রায় সাড়ে সাতশ কোটি টাকা বাজার থেকে বেআইনিভাবে তুলেছিল বলে অভিযোগ।

এই ঘটনায় সান প্লানেট এগ্রো লিমিটেড নামে চিটফান্ডের কর্তা অব ধেষ সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। একইসঙ্গে নিউ ল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ এর দীপঙ্কর দে কে ও সিবিআই গ্রেফতার করেছে। সান প্লানেট বাজার থেকে ৬৯৭ কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ। পাশাপাশি ১৩৯ কোটি টাকা বেআইনিভাবে তোলার অভিযোগ রয়েছে নিউ ল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ এর বিরুদ্ধে। মূলত এ রাজ্যের মানুষের থেকেই প্রতারণা করে বেশি টাকা ফিরিয়ে দেওয়ার টোপ দিয়ে ওই টাকা তোলা হয় বলে অভিযোগ।
এর আগে দুটি সংস্থাকেই নোটিশ পাঠিয়েছিল সেবি। কিন্তু তার তোয়াক্কা না করেই দুটি সংস্থা বাজার থেকে বেআইনিভাবে টাকা তোলে।

সারদা সহ সব চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত করতে ২০১৪ সালের ৯ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআইকে। কিন্তু যেসব সংস্থার বিরুদ্ধে তদন্ত হাতে নিয়েছে, তার অনেকগুলি ক্ষেত্রেই অগ্রগতি না হওয়ায় তদন্ত নিয়ে বিভিন্ন সময় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। যদিও সম্প্রতি রাজ্যের হাতে থাকা চিটফান্ডের যাবতীয় মামলা তাদের হাতে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের দায়িত্ব সিবিআইয়ের। যদিও এর মধ্যে অন্য কোন অংক আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Share.
Leave A Reply

Exit mobile version