কলকাতা ব্যুরো: তাদের সংস্থার নামে জাল নথি তৈরি করে চিটফান্ড অভিযুক্ত অথবা সন্দেহভাজন প্রভাবশালীদের থেকে ভয় দেখিয়ে তো লা আদায়ের অভিযোগে থানায় এফআইআর করল এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট বা ইডি। বিধাননগর কমিশনারেটে দায়ের করা অভিযোগে ইডির বক্তব্য, চিটফান্ড মামলায় ধৃত এক ব্যক্তি বর্তমানে যিনি জামিনে রয়েছেন, তার নেতৃত্বে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সঙ্গে ইডি র ভিতরের কেউ জড়িত নেই তাও নিশ্চিত করে বলছে না কর্তৃপক্ষ।

একই সঙ্গে আবার এই তোলাবাজি চক্রে দুজন সাংবাদিকের জড়িত থাকার সন্দেহের কথাও জানিয়েছে ইডি। তাদের অফিস থেকে পুরনো এফআইআর কপি বেরিয়ে গিয়েছে এমন ভাবে কিছু নথি জাল করে তা ওই চক্র নিজেদের কাজে লাগাচ্ছে। মূলত সন্দেহভাজন রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের কাছে সেই নথি দেখিয়ে এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য তাদের থেকে মোটা তোলা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে অভিযোগপত্রে।

এমনকি ওই সব নথিতে অফিসারের সই এবং সরকারি স্ট্যাম্পও নকল করে বসানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। ৯ সেপ্টেম্বর দায়ের হাওয়া অভিযোগে বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত শুরু করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version