কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) করোনা আবহে আনলক শহরে খুলছে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ। সর্বত্র কম পয়সা য় লোক যোগান আবার তৎপর হয়ে উঠেছে নাবালক পাচার চক্র। সোমবার ভোরে কলকাতার বাবুঘাটে এমনই একটি চক্রের কবল থেকে ২১ জন কিশোরকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ।

এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বিহার থেকে একটি বাস যাত্রী নিয়ে স্ট্যান্ডে এসে পৌঁছায়। বাসে ২১ জন নাবালক যাত্রী ছিল। ওই নাবালকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় চক্রটি তাদের মোটা টাকা বেতন দেওয়ার নাম করে কলকাতা শহরে নিয়ে এসেছে। পুলিশ এই ঘটনায় আমজাদ হোসেন, আফজাল ও ইসরাফিল নামে তিনজনকে গ্রেফতার করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version