কলকাতা ব্যুরো: দোকানে জিনিস কিনতে আসা ১৬ বছরের কিশোরীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদীয়ার কোতোয়ালি থানার নতুনপাড়ায়। কৃষ্ণনগর মহিলা থানায় পরিবার অভিযোগ জানানোর পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বাড়িতে মনসা পুজো ছিল ওই কিশোরীর। তাই কিছু জিনিসপত্র কিনতে সন্ধ্যায় কিশোরীটি প্রতিবেশী আত্মীয় এর দোকানে যায়। মদ্যপ অবস্থায় থাকা সেই ব্যক্তি তখন কিশোরীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। দীর্ঘসময় পরে মেয়ে বিভ্রান্ত অবস্থায় বাড়িতে ফিরলে, তাকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানতে পারে পরিবার। এর পরেই শুক্রবার থানায় অভিযোগ করলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।