কলকাতা ব্যুরো: গভীর রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই নিয়ে বিস্তর জলঘোলার পর টাইপের ভুলেই গন্ডগোল হয়েছে সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত নতুন করে সংশোধিত নির্দেশিকা প্রকাশ করল রাজভবন। আগামী ৭ মার্চ রাত দুটোয় নয়, দুপুর ২টোয় বসবে অধিবেশন। রাজ্যপাল-মুখ্যসচিব বৈঠকের পর কাটল জট।

বৃহস্পতিবার রাজ্যপালের তলব পেয়ে সকাল এগারোটা নাগাদ রাজভবনে পৌঁছে যান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন বৈঠকে তিনি রাজ্যপালকে আশ্বস্ত করেন, যা যা সাংবিধানিক জটিলতা রয়েছে সেগুলি ১৫ দিনের মধ্যে সমাধানের চেষ্টা করবে সরকার। দুজনের বৈঠকের পর রাজভবন থেকে সংশোধিত নির্দেশিকা প্রকাশ করা হয়। টুইট করে জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।

প্রসঙ্গত, বিধানসভার বাজেট অধিবেশনে বসার সময় নিয়ে সময়ের গেঁরোয় ভুল নির্দেশ এসেছিল প্রথমে। টাইপের ভুলে দুপুর ২টো রাত হয়ে গিয়েছিল। সেটা সংশোধন করা হয় দুদিন আগেই। কিন্তু তা নিয়ে কোনও রকম সাড়াশব্দ করেনি রাজভবন। রাজ্যপালের নীরবতা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কটাক্ষের সুরেই বলেন, উনি তো রাত ২টোয় অধিবেশন ডেকে বসে আছেন।

রাজ্যপাল জানিয়েছিলেন, মন্ত্রিসভার বৈঠক ডেকে অধিবেশনের সময় সংশোধন করতে হবে। সেই মতো ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক ডেকে সময় বিভ্রাট শুধরে ফাইল রাজভবনে পাঠায় নবান্ন। সেই ফাইল নিয়েই এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় মুখ্যসচিবের। দ্বিবেদীর আশ্বাস পেয়েই এদিন টুইট করে জটিলতার অবসানের কথা জানান রাজ্যপাল। পাশাপাশি যে তথ্যগুলো তিনি চেয়েছিলেন, অথচ এখনও নবান্নের তরফ থেকে রাজভবনে জমা দেওয়া হয়নি, তা দেওয়ার কথা বলা হয়েছে।

এর আগেও একদিন মুখ্যসচিবকে ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু সেদিন যেতে পারেননি হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন মুখ্যসচিব রাজভবনে গেলে ধনকড় তাঁর কাছ থেকে জানতে চান সময় নিয়ে ভুল হল কী করে?

Share.
Leave A Reply

Exit mobile version