কলকাতা ব্যুরো: ১৯৭৫ সালের পর এই প্রথম। নিয়ন্ত্রণ রেখায় হাতাহাতি,ধস্তাধস্তির পর এবার লাদাখ সীমান্তে ৪৫ বছর পর গুলি চললো। যা যুদ্ধনীতিতে এক পরিবর্তন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, গুলি চালানোর প্রথা নেই রুল অফ এনগেজমেন্টে। লাদাখ সীমান্তে চিনের উস্কানির জবাবে ভারত সেই নীতি বদল করলো বলেই মনে করা হচ্ছে।

সোমবার রাতে সেনগাঁও পাহাড়ে সেনা টহলদারির সময়েই ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ভারতের একটি সেনাচৌকি লক্ষ্য করে গুলি চালায় পিএলএ। বেজিং অবশ্য দাবি করেছে, প্রথম গুলি চালিয়েছে ভারত। তারা চিনের এলাকায় প্রবেশের চেষ্টা করছিল। চিন তা প্রতিহত করেছে। ভারতের সেনাবাহিনীর তরফে অবশ্য কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এরই মধ্যে দুই দেশের সেনা ও কূটনৈতিক স্তরে চলছে বৈঠক। যদিও তার মধ্যেই চলছে লাদাখে চিন-ভারত সীমান্ত উত্তেজনা। ভারতের প্রাক্তন সেনা প্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী বলেন, কূটনৈতিক স্তরে আলোচনা করে সমস্যা মিটলে ভালো। না হলে সেনা বাহিনী তো রয়েছেই। ব্রিগেডিয়ার দেবাশিস দাসের মতে, লাঠির আগায় নাল লাগিয়ে ভারতীয় সেনাদের হত্যা করবে চিন। লাগাতার উষ্কানিমূলক আচরণ করবে। তারপরেও সেনা বাহিনী গুলি চালাতে পারবে না কেন? যুদ্ধনীতিতে প্রয়োজনীয় এই বদল তাই ভালোই। চিনকে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।

Share.
Leave A Reply

Exit mobile version