কলকাতা ব্যুরো : কালীপুজোর অনেক আগেই বারুইপুর থানা বাজি উদ্ধারে বড় সাফল্য পেল। বারুইপুর জেলা পুলিশ সুপার কামনাশিস সেন নিষিদ্ধ বাজি উদ্ধারে জোর দিয়েছিলেন। সেইমতো বারুইপুর থানার আইসির নির্দেশে পুলিশ হানা দিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার শব্দবাজি উদ্ধার করলো এবং নিষিদ্ধ ঘোষণা করল। তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের নাম সুপর্ণ নস্কর, ফকির সরদার এবং রতন সরদার। ধৃতদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে এই উদ্ধার হওয়া বাজির মূল্য আনুমানিক লাখ টাকার বেশি। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে তাদের অভিযান যে চালু থাকবে তা পুলিশ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে।