কলকাতা ব্যুরো: ফের এ বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো করার জন্য জাতীয় পরিবেশ আদালতের অনুমতি চাইলো রাজ্য পুর নগরায়ান দপ্তর। যদিও দূষণের অভিযোগে আগেই রবীন্দ্র সরোবরে আর ছট পুজো করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল পরিবেশ আদালত।
গত বছর নগরায়ন দপ্তর শেষ বারের মত পুজো করার অনুমতি নিয়ে সেখানে ছটের আয়োজন করেছিল। কিন্তু এবার ফের একই আবেদন করায় আদালত কতটা সে সুযোগ দেবে তার নিয়ে দ্বিধা রয়েছে অফিসারদের।
কিন্তু আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন করা রাজ্যের শাসক দলের কাছে এখন একটা দায় বলে মনে করছে রাজনৈতিকমহল।