কলকাতা ব্যুরো: স্পুটনিক ভ্যাকসিন গ্রহীতাদের জন্য কোউইন অ্যাপের সুবিধা চালু করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানালেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। পাশাপাশি স্পুটনিক ভ্যাকসিনের গবেষণামূলক প্রয়োগে যাঁরা অংশ নিয়েছিলেন, এরকম ২৩০টি সার্টিফিকেট তৈরি হয়ে গিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে বলে তিনি সোমবার হাইকোর্টে জানান।
তবে এঁদের সার্টিফিকেট প্রদান সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে আদালতকে সহযোগিতা করার জন্য তিনি আরও দুই সপ্তাহ সময় দেওয়ার যে আর্জি জানিয়ে ছিলেন, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তা মঞ্জুর করেছে। স্পুটনিক ভ্যাকসিনের পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করে অনেকে সরকারি অনুমোদিত সার্টিফিকেট পাননি, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। মামলাকারী চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছিলেন, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা সবাই সার্টিফিকেট পেয়েছেন অথচ পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণকারীদের এখনও সার্টিফিকেট প্রদান না করায় তাঁরা সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ।
এই বিষয়ে এই মামলার আগের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল। তাতেই আজ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ২৩০ জনের সার্টিফিকেট তৈরি হয়ে গিয়েছে বলে জানান আদালতে।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত স্পুটনিক ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকাকরণ চলেছিল গোটা দেশে ৷ পরীক্ষায় সফল হওয়ার পর সাধারণের জন্য ভ্যাকসিনের ছাড়পত্র দেয় আইসিএমআর। অন্যান্য ভ্যাকসিনের মতো এই ভ্যাকসিন নেওয়ার পরও কেন্দ্রীয় সরকারের অ্যাপ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। কিন্তু অভিযোগ, যাঁরা পরীক্ষামূলক গবেষণা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়নি। কলকাতা থেকে প্রায় ৫০ জন এরকম পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেছিলেন।