কলকাতা ব্যুরো: কয়েকটি রাজ্যে নতুন করে করোনার বাড়াবাড়িতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হাই লেভেল কেন্দ্রীয় টিম নিয়োগ করছে। যে রাজ্য গুলির উপর নজরদারি চলবে তার মধ্যে এ রাজ্য ছাড়াও, কেরালা, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড় রয়েছে। এই দল মূলত নতুন করে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে সবকিছু খতিয়ে দেখবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক থেকে জানানো হয়েছে, এই হাই লেভেল সেন্ট্রাল টিম রাজ্যগুলিকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। মূলত কনটেইনমেন্ট জোন, সার্ভাইলেন্স, নমুনা পরীক্ষা, ইনফেকশন আটকানো- এই সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ দল রাজ্যের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলবেন। মূলত পরামর্শ দেওয়া হবে তাদের কাজ। তবে দলটি কিভাবে রাজ্যগুলিতে কাজ করবে, তা এখনও স্পষ্ট করেননি কেন্দ্রীয় সরকার।

করোনার সংক্রমণ এর প্রথম দিকেই এপ্রিল-মে মাসে নাগাদ একইভাবে রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল কেন্দ্র। যা নিয়ে একসময় বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক লড়াই বেধে যায়। সে সময় এ রাজ্যে কারোনায় মৃত্যু এবং কো মর্বিটি মৃত্যু নিয়ে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে কোমর্বিটি মৃত্যুকে পৃথক করে ঘোষণা নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলো কেন্দ্রীয় প্রতিনিধি দল গুলি। বিভিন্ন সময়ে দু’রকম বিশেষজ্ঞ দল কেন্দ্র পাঠিয়েছিল। তারা ফিরে গিয়ে রিপোর্ট দেয় কেন্দ্রকে। পরবর্তীতে মৃত্যুর হিসেব নিয়ে যে বিতর্ক ছিল তা থেকে সরে আসে রাজ্য। কিন্তু এবার আবার নতুন করে দিল্লির বিশেষজ্ঞ হাই লেভেল টিম পাঠানো নিয়ে কানাঘুষা শুরু হয়েছে নবান্নে।

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ইঙ্গিত, কোন হিসেব নিকেশ নিতে নয়, একেবারেই রাজ্যগুলিকে করোনা নিয়ন্ত্রণে সহযোগিতা করতে বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কি করে আবার সংক্রমণ বাড়ছে, কেন বাড়ছে- এই বিষয়গুলি বিশেষজ্ঞদের থেকে বুঝে নিতে চাইছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোনো তদন্ত বা অন্য কারণের জন্য কোন দল যাচ্ছেনা বলে জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version