কলকাতা ব্যুরো: নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হতেই বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে ১৮ বছরের বেশি বয়সিদেরও বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ (Booster Dose)। বুধবার একথাই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

গত মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশমতো দেশজুড়ে ‘প্রিকশন’ ডোজ বা বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হয়। এতদিন শুধু ষাটোর্ধ্ব নাগরিকরাই বিনামূল্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ পেতেন। ষাটের নিচের নাগরিকদের বুস্টার ডোজ নিতে হতো গাঁটের কড়ি খরচ করে। যার জেরে বুস্টার (Booster Dose) নিয়ে সেভাবে উৎসাহও চোখে পড়ছিল না। এদিকে নতুন করে করোনা চোখ রাঙানো শুরু করেছে। চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই অবস্থায় বুস্টার ডোজে (Booster Dose) উৎসাহ বাড়াতে সেটিও বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

এমনিতেই স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে বছরভর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে মোদি সরকার। বিনামূল্যে বুস্টার (Booster Dose) দেওয়ার এই প্রকল্পকেও সেই আজাদি কা অমৃত মহোৎসবের কর্মসূচির মধ্যেই অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন, ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এই উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ১৮-ঊর্ধ্ব নাগরিকদেরও।

আর কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলে নতুন করে বুস্টার ডোজে উৎসাহ বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও বিরোধীদের দাবি, সরকার অন্য খাতে মানুষকে শোষণ করছে, আর ভ্যাকসিনের বেলায় বিনামূল্যে দিয়ে নাম কুড়োচ্ছে। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সরকারের কর্তব্য। এই সরকার অন্য সব খাতে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে। নাগরিকদের শোষণ করছে। আর ভ্যাকসিনের বেলায় নাম কুড়নোর চেষ্টা করছে।

Share.
Leave A Reply

Exit mobile version