কলকাতা ব্যুরো: দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বিপিন রাওয়াত? টুইট করে জল্পনা তৈরি করলেন লেফটেন্যান্ট জেলারেল এইচএস পানাগ। তিনি টুইটে শোকপ্রকাশ করেছেন ৷

সরকারি ভাবে সেনা প্রধানের মৃ্ত্যুর খবর নিশ্চিত না করলেও লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাগ টুইট করে শোক প্রকাশ করেছেন ৷ তিনি সেনা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ৷ তাই, বিপিন রাওয়াতের প্রতি শোকপ্রকাশও করেছেন ৷

তবে বুধবার এমন ‘দুঃসংবাদ’ পেয়ে মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশও করেন তিনি। বলেন, “দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এলো।” বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে সেনা চপারটি। সেই চপারে ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। সেই খবর এসে পৌঁছতেই মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। পরে টুইট করেও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তবে মমতা মৃত্যুর কথা টুইটে বলেন নি।

এদিকে গোটা ঘটনার প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিপিন রাওয়াতের পরিবারের সঙ্গে দেখা করেছেন ৷ কিন্তু, বিপিন রাওয়াতের বিষয়ে কিছুই জানাননি মন্ত্রী ৷ 

প্রসঙ্গত, বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। সুলুর এয়ারবেস থেকে সেনা আধিকারিকদের নিয়ে ওড়ে হেলিকপ্টার। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস কলেজের দিকে যাচ্ছিল। নীলগিরি পার্বত্য অঞ্চেল ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভেঙে পড়ে সেটি। ঘন জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেই বিমান। চপারের যাত্রীদের মধ্যে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৪ জুন।

Share.
Leave A Reply

Exit mobile version