কলকাতা ব্যুরো: সোমবার সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন তিনি সিবিআই দফতরে যেতে পারছেন না। প্রয়োজনে সিবিআই তাঁর বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে৷ আর তারপরই এদিন দুপুরে সিবিআই এর একটি দল পৌঁছে গেলো শিল্পভবনে। জানা যাচ্ছে ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। সম্প্রতি, আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই। আজ তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ উপ-নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় সিবিআই দফতরে হাজিরা দিতে পারেননি তিনি।

সিবিআই সূত্রের খবর, এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার আইকোর মামলায় নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু কখনও ভোটের প্রচার বা কখনও রাজনৈতিক কর্মসূচির কথা জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এবারও নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এই নিয়ে সিবিআইকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, তিনি প্রবীণ নাগরিক ৷ তাছাড়াও ভোটের প্রচারের কাজে তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। ফলে তিনি সিবিআই দফতরে যেতে পারবেন না ৷ প্রয়োজনে তাঁর বাড়িতে গিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। যদিও, এই বিষয় সিবিআইয়ের তরফে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, রাজ্যে আইকোর চিটফান্ড মামলায় তৎপর হয়ে গত কয়েক বছরে ডাক পড়েছে রাজ্যের একাধিক বড় নেতার ৷ পার্থ চট্টোপাধ্যায়ও বাদ যাননি ৷ বেশ কয়েকবার তাঁকে ডেকে পাঠানো হয় ৷ সম্প্রতি তাঁকে ১৩ সেপ্টেম্বর সিবিআই দফতরে হাজিরার জন্য নোটিস পাঠায় সিবিআই।

মূলত, আইকোরের মালিকের সঙ্গে তাঁকে একাধিকবার একাধিক জায়গায় ও একাধিক অনুষ্ঠানে দেখা যায় । সিবিআইয়ের প্রশ্ন একজন চিটফান্ড মালিকের সঙ্গে তাঁর কীভাবে যোগাযোগ হল? তাহলে, তিনিও কি এই চিটফান্ড থেকে কোনও ভাবে লাভবান হয়েছিলেন? এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই ৷

Share.
Leave A Reply

Exit mobile version