কলকাতা ব্যুরো: গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার তৃণমূলের তারকা সাংসদ দেব তথা দীপক অধিকারীকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী সপ্তাহে ১৫ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে। সিবিআই সূত্রে খবর, গরু পাচার নিয়ে তদন্ত চলাকালীন সাক্ষীদের কয়েকজনের বয়ানে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম উঠে এসেছে। তার ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই কারণেই বুধবার তাঁকে এক সপ্তাহের সময় দিয়ে নোটিস পাঠানো হলো।

সূত্রের খবর, গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল বাংলার শাসকদলের তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তাঁর নাম বলেছেন বলে সিবিআই সূত্রে খবর। আর সেসব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দেবকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাঁকে প্রশ্নোত্তর পর্বের সবটাই রেকর্ড করা হবে। এনামুল এবং তাঁর সঙ্গীদের সঙ্গে দেবের যোগসূত্র খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। পাশাপাশি, গরু পাচার নিয়ে আরও কোনও তথ্য তাঁর কাছে পাওয়া যায় কি না, সেদিকেও নজর রয়েছে সিবিআইয়ের। দেবের অফিসে ইতিমধ্যে সিবিআই নোটিস পৌঁছে গিয়েছে বলে খবর। তবে এখনও এ বিষয়ে তারকা সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে গরু পাচার কাণ্ডের অন্যতম মূল চক্রী ব্যবসায়ী এনামুল হক জামিনে মুক্ত হয়েছে। ২০২০ সালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর ২ বছর কারাবন্দি ছিল সে।

Share.
Leave A Reply

Exit mobile version