কলকাতা ব্যুরো: সারদা চিটফান্ড এবং নারদ স্টিং অপারেশন মামলার তদন্তকারী অফিসারকে সরিয়ে দিল সিবিআই। তাদের জায়গায় নতুন করে তদন্তকারী অফিসার ভিন রাজ্য থেকে আনা হচ্ছে।

প্রায় পাঁচ বছর ধরে ডিএসপি তথাগত বর্ধন সারদা মামলার তদন্তকারী অফিসার ছিলেন। অন্যদিকে ২০১৬ সালে নারদ কেচ্ছা সামনে আসার পর রঞ্জিত কুমার নামে এক তদন্তকারী অফিসার দায়িত্ব পান।

গত বছর আবার তাকে সরিয়ে দিয়ে সাময়িকভাবে অন্য এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল মামলার। সূত্রের খবর, তাদের দু’জনকেই সরিয়ে নতুন তদন্তকারী অফিসার আনা হচ্ছে।

আগামী বছরেই বিধানসভা ভোট। ঠিক তার আগেই সারোদা এবং নারদ মামলা নিয়ে কেন্দ্রের এই তৎপরতায় ‘রাজনৈতিক তদন্ত’ অভিযোগ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই নারদ স্টিং অপারেশন মামলায় নতুন করে তৃণমূলের কয়েকজন প্রথম সারির নেতাকে নোটিশ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version