কলকাতা ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি বৃহস্পতিবার ঘণ্টা চারেক নিজাম প্যালেসে থাকলেও তাঁকে জেরাপর্ব সম্পূর্ণ হয়নি বলেই খবর সিবিআই সূত্রে। দুপুর ২ টো নাগাদ অনুব্রত মণ্ডল নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা চলে গেলেন এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর রুটিন চেকআপের সময় দিয়েছিলেন চিকিৎসক। সেই পরামর্শ মেনেই এদিন সময়মতো হাসপাতালের এমার্জেন্সি বিভাগে গেলেন অনুব্রত।

প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁকে দেখে যথেষ্ট অসুস্থ বলে মনে হচ্ছিল। কারও সঙ্গে কথা বলেননি তিনি। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত ভর্তি হতে পারেন উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে।

বৃহস্পতিবার সকাল ৯ টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে ৬ বার সিবিআই তলব এড়ানোর পর অবশেষে এদিন তিনি হাজিরা দেন। তবে সিবিআই সূত্রে খবর, অনুব্রত নাকি সিবিআইয়ের সামনে হাজির হয়েই জানান, তিনি অসুস্থ, দুপুর ২টোয় এসএসকেএমে ডাক্তার দেখানোর কথা তাঁর। সেই সময়ের মধ্যে অনুব্রতকে কয়েকদফায় প্রশ্ন করেন তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। এরপর জেরা অসমাপ্ত রেখেই কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে ছেড়ে দেন। তবে এদিনই ফের অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা এখনও জানা যায়নি। 

Share.
Leave A Reply

Exit mobile version