কলকাতা ব্যুরো: সিবিআই এর প্রাক্তন অধিকর্তা এবং নাগাল্যান্ড, মণিপুর এর প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমার আত্মহত্যা করেছেন। বুধবার হিমাচল প্রদেশ তার বাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন এই আইপিএস এর দেহ।
সিমলার পুলিশ তার দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রথমে নাগাল্যান্ড পরে মনিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজীব গান্ধীর আমলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক এর দায়িত্ব পালন করেছিলেন। হিমাচল প্রদেশের এক ছোট্ট জনপদ থেকে উঠে আসা অশ্বিনী কুমার ছিলেন একসময় হিমাচল প্রদেশের রাজ্য পুলিশের ডিজি। পরবর্তীতে তিনি সিবিআইয়ের অধিকর্তার দায়িত্ব পালন করেন। এমন এক অফিসারের ৬২ বছর বয়সে আত্মহত্যার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই রহস্য তৈরি হয়েছে। যদিও সিমলার পুলিশ সুপার আত্মহত্যার ঘটনা কথা স্বীকার করলেও অন্য কোন বিষয়ে জানাতে রাজি হননি।

Share.
Leave A Reply

Exit mobile version