কলকাতা ব্যুরো: বাগ কমিটির বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করল সিবিআই। সব নথি জমা না দেওয়ার অভিযোগ সিবিআইয়ের। বৃহস্পতিবার সিবিআইয়ের আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানান, বাগ কমিটির ২ ট্রাঙ্ক বোঝাই নথি এখনও সিবিআই তাদের হেফাজতে পায়নি। ফলে তদন্তে বিঘ্ন ঘটছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বাগ কমিটির অন্যতম সদস্য স্কুল সার্ভিস কমিশনের অফিসার পারমিতা রায়কে নির্দেশ দেন, শুক্রবারের মধ্যে সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা যখন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে চলছিল, তখন একাধিক ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশের উপর বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিচ্ছিল। তা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসেই ক্ষোভ প্রকাশ করেন। তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে।

ওই মামলা চলাকালীনই বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেন। এসএসসির গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওঠা অনিয়মের তদন্ত করতে বলা হয়েছিল ওই কমিটিকে। বাগ কমিটি আদালতে পেশ করা তাদের রিপোর্টে জানায়, নিয়োগের ক্ষেত্রে বিস্তর দুর্নীতি হয়েছে।

এ ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির একাধিক সদস্য এবং অফিসারের বিরুদ্ধে ফৌজদারি ধারায় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে বাগ কমিটি। বৃহস্পতিবার সিবিআই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে নালিশ করে, বাগ কমিটির সেই রিপোর্টেরই অনেক নথি তারা এখনও হাতে পায়নি। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় শুক্রবারের মধ্যে তা হস্তান্তরের নির্দেশ দেয়।

Share.
Leave A Reply

Exit mobile version