কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশে জরুরি অবস্থা ঘোষণার জন্য কেন্দ্রকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এক আইনজীবী। এই মামলাটি দায়েরের পাশাপাশি হাথরাস এর ঘটনায় সিবিআই তদন্ত, নাকি সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করে তদন্ত হবে, সেই আবেদন নিয়ে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটির শুনানি হবে মঙ্গলবার।
প্রশাসনিক ব্যর্থতা, মানুষের নিরাপত্তা দিতে না পারা সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে যোগী আদিত্যনাথ এর সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। সেই মামলায় সরাসরি ৩৫৬ ধারা জারির জন্য সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে সাম্প্রতিককালের মধ্যে ঘটে যাওয়া হাফ ডজন ঘটনার উল্লেখ করা হয়েছে মামলায় উত্তরপ্রদেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগের সমর্থনে।
একেবারে সাম্প্রতিক হাথ্ রসের গণধর্ষণ ও নির্যাতিতার মৃত্যুর ঘটনা রয়েছে। এরই সঙ্গে ডাক্তার কাফিল খানকে বেআইনিভাবে আটকে রাখার মত ঘটনা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আম্মুর ঘটনায় মানবাধিকার লংঘন, সিএএ বিরোধী আন্দোলনে বাধা দেওয়া, নাগরিকদের স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারের নিরাপত্তা না দেওয়া এবং উন্নাও এর ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ওই মামলায়। এর পাশাপাশি এনকাউন্টার করে খুন, জেলে বন্দী অত্যাচার, ইচ্ছেমতো কোন ব্যক্তিকে আটক করা, সংবাদমাধ্যমের এবং মানুষের মতামত নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়ায় কোন মত প্রকাশ করলে দুষ্কৃতী দিয়ে তাদের দমন করা, স্বেচ্ছাসেবী সংগঠনকে রাজ্যে কাজ করতে না দেওয়া, আর্থিক দুর্নীতিতে সরকারের কর্মীদের যুক্ত থাকার অভিযোগ, মানব পাচার, দলিতদের উপর অত্যাচার, নাবালকদের উপর অত্যাচার, চাইল্ড লেবার দিয়ে কাজ করানো, কর্মসংস্থান না থাকা, মহিলাদের জন্য নিরাপত্তা না থাকা, সর্বভারতীয় নেতাদের পুলিশের হেনস্থা সহ একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে।

Share.
Leave A Reply

Exit mobile version