কলকাতা ব্যুরো : 28 জানুয়ারি থেকে রাজ্যে ডাকা তিনদিনের বাস, মিনিবাস ধর্মঘটের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। ডিজেলের ভাড়া বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর দাবি যৌক্তিক হলেও অসাংবিধানিক। এই যুক্তিতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। মামলায় বক্তব্য, 2014 সালে রাজ্য সরকার পরিবহন সচিবের নেতৃত্বে কমিটি করে দিয়েছিল।

সেই কমিটি সেই সময় এক টাকা করে ভাড়া বৃদ্ধির সুপারিশ করে। কিন্তু তারপর আর এতদিন ভাড়া বৃদ্ধি হয়নি।  যদিও 2014 সালে যেখানে ডিজেলের দামছিল ৬০ টাকা /লিটার, সেখানে বর্তমানে ৭৮.৯৭ টাকা লিটার। এই অবস্থায় ভাড়া বাড়ানোর ব্যাপার টি সরকার বিবেচনা না করায়, একদিকে ধর্মঘট প্রত্যাহার ও অন্যদিকে ভাড়া নিয়ে সামঞ্জস্যের দাবিতে হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার ফের বিষয়টি উত্থাপন এর পরামর্শ দিয়েছেন মামলাকারীকে।

Share.
Leave A Reply

Exit mobile version