কলকাতা ব্যুরো: বিশ্বে করোনা ধরা পড়ার প্রায় সাত মাস পরে আবার নতুন করে সংক্রমণ বাড়তে থাকা নিয়ে ভারত, তথা এ রাজ্যে গেল গেল রব উঠেছে। যদিও পরিসংখ্যান বলছে, শুধু এই দেশ বা রাজ্যই নয়, পৃথিবীর অন্য বেশকিছু রাজ্যেও সংক্রমণ এখন দ্রুত মাথাচাড়া দিচ্ছে। ফলে একসময় করোনার কমিউনিটি স্প্রেড হাওয়া নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছিল, এখন তাই ঘটছে কিনা তা নিয়ে এখন পর্যন্ত পর্যালোচনা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে বিভিন্ন বৈঠকে, কমিউনিটি স্প্রেড করেছে বলে জানিয়েছেন। যদিও বাস্তবে কি ঘটছে সে ব্যাপারে এখনও চিন্তিত চিকিৎসাবিজ্ঞানের বিশেষজ্ঞরা।
ইতালিতে গত ২৪ ঘন্টায় ১০০১০ টি নতুন সংক্রমনের ঘটনা চিহ্নিত হয়েছে। যা দেশে সে দেশে করোনা শুরুর পর এখনো পর্যন্ত সবচেয়ে বেশি একদিনের সংক্রমণ বলে মেনে নিয়েছে ইতালির স্বাস্থ্য বিভাগ।
আবার কানাডার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সেখানে ২৩০০ জন করে গড়ে প্রতিদিন করোনা সংক্রমিত হচ্ছেন। কানাডার স্বাস্থ্যমন্ত্রক যে হিসেব দিয়েছে তাতে দেখা যাচ্ছে, গত সাতদিন ধরে এই সংক্রমণ বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে এখন দ্রুত তা সামাল দিতে মাঠে নেমেছে স্বাস্থ্য মন্ত্রক। যে চিনে এই করোনাভাইরাস এর এবার উৎপত্তি নিয়ে একসময় সারা পৃথিবী সরগরম হয়েছিল, সেখানেও কিন্তু করোনার হানা শুরু হয়েছে। চিনের মেইনল্যান্ড সংবাদপত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ টি করোনা আক্রান্তের ঘটনা রিপোর্ট হয়েছে শুক্রবার। যার সব কটি বাইরে থেকে গিয়েছে বলে দাবি। এখনো পর্যন্ত সব মিলিয়ে ৩০৯৭ জন বিদেশ থেকে করোনা নিয়ে গিয়েছেন বলে নেশনাল হেলথ কমিশন স্বীকার করেছে।