কলকাতা ব্যুরো: নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ। পাশাপাশি ২০১৬ সালের SLST উর্ত্তীর্ণদের নম্বর দ্রুত প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এদিন আদালত সাফ জানিয়েছে, তালিকা প্রকাশের পর সমস্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ১৭ জুন অবধি নতুন কোনও নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন।

উল্লেখ্য, নবম ও দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও সেখানে নামের পাশে কোনও নম্বর দেওয়া হয়নি। সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি। প্রশ্ন ওঠে, কেন নম্বর প্রকাশ করা হলো না? এরপরই প্যানেলে দুর্নীতির অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। আর এরপরই অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরীপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই বৃহস্পতিবার রায় দিল হাইকোর্ট।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় SLST-এর প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর-সহ এসএসসি কর্তৃপক্ষকে প্রকাশের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ মে-এর মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মামলাকারীর পক্ষের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৬ সালে নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু এই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই এই মামলা।

Share.
Leave A Reply

Exit mobile version