কলকাতা ব্যুরো: দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয়। ডিলারদের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বুধবার এই নির্দেশ দিয়েছেন। আদালত আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বিচারপতি। এদিকে, বুধবার থেকে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু করার কথা। স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের।

এদিন দুয়ারে সরকার প্রকল্প প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ইতিমধ্যে দুয়ারে রেশন নিয়ে সব রেশন ডিলারদের সঙ্গে কথা হয়ে গিয়েছে। রেশন দোকানগুলিতে অবিলম্বে সব ব্যবস্থা করা হচ্ছে।

দুয়ারের রেশন প্রকল্পে ডিলারদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে পাশাপাশি, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ। ডিলারদের বক্তব্য ছিল গ্রাহকরা দোকানে এসে রেশন নেবেন সেটাই রীতি। পাশাপাশি, এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে বিপুল পরিবহন সংক্রান্ত খরচ বহন করতে হবে ডিলারদের। তাই এই প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি করুক আদালত।

অন্যদিকে, রাজ্যের বক্তব্য ছিল এটা একটা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করেছে রাজ্য সরকার। সাফল্য পেলে ভবিষ্যতে এই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে। পাশাপাশি, বেশিরভাগ ডিলাররাই প্রকল্পের কোনও বিরোধিতা করেননি কারণ রাজ্য তাদের পরিবহন ও অন্যান্য খরচ দেবে। সব দিক খতিয়ে দেখে বিচারপতি সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছেন।

দুয়ারের রেশন প্রকল্পে ডিলারদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ পাশাপাশি, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ। ডিলারদের বক্তব্য ছিল গ্রাহকরা দোকানে এসে রেশন নেবেন সেটাই রীতি। পাশাপাশি, এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে বিপুল পরিবহন সংক্রান্ত খরচ বহন করতে হবে ডিলারদের। তাই এই প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি করুক আদালত।

অন্যদিকে, রাজ্যের বক্তব্য ছিল এটা একটা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করেছে রাজ্য সরকার। সাফল্য পেলে ভবিষ্যতে এই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে। পাশাপাশি, বেশিরভাগ ডিলাররাই প্রকল্পের কোনও বিরোধিতা করেননি কারণ রাজ্য তাদের পরিবহন ও অন্যান্য খরচ দেবে। সব দিক খতিয়ে দেখে বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version