কলকাতা ব্যুরো: কলকাতা পুরভোটে সব বুথেই সিসিটিভি বসাতে বললো কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরসভা নির্বাচনে সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত মামলায় আবেদনকারীর আইনজীবী বলেন, মাত্র ২৫ শতাংশ বুথে সিসিটিভি আছে। ২০১৫ সালের পুর-নির্বাচনে এক পুলিশ আধিকারিকের গুলি লাগে। এখানে কলেজ নির্বাচনেও পুলিশ আহত হন। তাই সব বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হোক।
রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, ইতিমধ্যে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে স্ট্রংরুমে এবং সংবেদনশীল বুথে সিসিটিভি ক্যামেরা বসাতে। অন্যান্য বুথে সিসিটিভি বসাতে কোনও আপত্তি নেই। এরপর আদালত নির্দেশ দেয়, আদালতে যে আশ্বাস দেওয়া হল, সেইমতো রাজ্য নির্বাচন কমিশনকে সিসিটিভি ক্যামেরা বসানোর আশ্বাস বাস্তবায়িত করতে হবে। এরপর মামলার নিষ্পত্তি ঘোষণা করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি ছিল, রাজ্যের সমস্ত পুরসভার বকেয়া ভোট একসঙ্গে করতে হবে। কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়ে দেয়, তা সম্ভব নয় কারণ হিসেবে পরিকাঠামোর অপ্রতুলতার কথা বিশদ ভাবে তুলে ধরেন কমিশনের আইনজীবী। পরিসংখ্যান পেশ করে জানানো হয়, পর্যাপ্ত ইভিএম রাজ্য নির্বাচন কমিশনের হাতে নেই।