কলকাতা ব্যুরো: কলকাতা জাদুঘরে বড়সড় ক্ষতির রিপোর্ট দিল অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ২০১৭-২০১৮ সালে মিউজিয়ামের সংস্কার করার সময় কোনও নিরাপত্তায নেওয়া হয়নি জাদুঘরে স্থাপত্যগুলি রক্ষার জন্য। যে সংস্থাকে এই কাজে নিয়োগ করা হয়েছে, তারাও কাজের ব্যাপারে দক্ষ নয়। ফলে সংস্কার করতে গিয়ে আসলে বহুমূল্য সামগ্রিক ক্ষতি করা হয়েছে।
সম্প্রতি ক্যাগের সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে ৮৩ কোটি ৬৬ লক্ষ টাকার কাজের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত ১০৫ কোটি ৭০ লক্ষ টাকার কাজ হয়। যদিও ২৫ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়নি। ২০১৮ সালের মার্চের সেই রিপোর্ট বৃহস্পতিবার পার্লামেন্টে প্রকাশ হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই ভারতীয় জাদুঘর কলকাতা ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যা দেশের অন্যতম প্রাচীন জাদুঘর। রিপোর্টে বলা হয়েছে, জাদুঘরের সংস্কারের সময় প্রাচীন সামগ্রিক রক্ষণাবেক্ষণের ব্যাপারটা একেবারেই গ্রাহ্য করা হয়নি। এমনকি প্রাচীন সামগ্রী রক্ষা করার জন্য যে আধুনিক ব্যবস্থা করার কথা তার জন্য ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ ধরা হয়েছিল। বাস্তবে তার কোন কাজ-ই হয়নি বলে মনে করেছেন সিএজি।
সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সিসিটিভি কোন ব্যবস্থা সংগ্রহ শালায় রাখা হয়নি। যদিও কাজ করার সময় এই বিষয়ে টাকা বরাদ্দ করা হয়েছিল।
জাদুঘরের বর্তমান অধিকর্তা এ বি চৌধুরী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মাত্র ছ মাস হল এই দায়িত্বে এসেছি। আর মর্ডানাইজেশন এর কাজ যা হয়েছে তা সবই বহু আগে। ফলে এব্যাপারে এখন কিছু বলা সম্ভব নয়।
যদিও কলকাতা যাদুঘরে একদিকে দুর্মূল্য সামগ্রিক ক্ষতিসাধন, অন্যদিকে আর্থিক নয়-ছয ইয়ের ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে সিএজি রিপোর্ট।

Share.
Leave A Reply

Exit mobile version