কলকাতা ব্যুরো: রবিবার সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ৷ কলকাতা পুরনিগমের ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে ৷ আর সেই অভিযোগগুলি খতিয়ে দেখছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তার জন্য কমিশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ যেখানে কমিশনের কর্মী ছাড়াও আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। প্রতিটি মুহূর্তে কমিশনের তরফে নির্বাচন প্রক্রিয়ার উপর নজরদারি চালানো হচ্ছে ৷
অন্যদিকে, এবারই প্রথম নির্বাচন কমিশনের তরফে বুথ ও ওয়ার্ড ভিত্তিক ভোটদান ও ভোটদানের হারের সরাসরি আপডেট দেওয়ার ব্য়বস্থা করা হয়েছে ৷ এ দিন সকাল ৯টা থেকে কমিশনের দফতরে প্রজেক্টরের মাধ্যমে ওয়ার্ড ধরে প্রতি মুহূর্তের ভোটদান ও তার শতাংশের হিসেব তুলে ধরা হচ্ছে ৷