কলকাতা ব্যুরো: এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির নামে জাল নথি তৈরি করে প্রভাবশালীদের চমকে টাকা তোলার অভিযোগে সুদীপ্ত রায় চৌধুরী নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ। আজ তাকে বিধান নগর আদালতে তোলা হবে। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাস তিনেক আগে বিধাননগর উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে সুদীপ্ত রায় চৌধুরী নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। অভিযোগ ছিল, ওই ব্যক্তি বিভিন্ন চিট ফান্ড সংস্থায় যাদের নাম জড়িয়েছে, এমন প্রভাবশালীদের ইডির নামে নথি দেখিয়ে তাদের মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার টোপ দিয়ে মোটা টাকা আদায় করতেন।
এই ঘটনায় জড়িয়ে যায় কলকাতার কিছু সাংবাদিকের নাম। যদিও ইডির বক্তব্য, ওই সাংবাদিকদের মাধ্যমেই প্রথম এমন কিছু নথি হাতে আসে ইডি অফিসারদের। সেই নথি সত্যি কিনা তা জানতে চেয়ে ওই সাংবাদিকরা ক্রস চেক করার জন্য সেগুলি পাঠিয়েছিলেন ইডি অফিসারদের তখনই এমন একটি চক্রের সম্পর্কে সন্ধান পায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।
মূলত চিটফান্ড কাণ্ডের তদন্তে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছু প্রভাবশালীকে মিথ্যে আশ্বাস দিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয় থানায় ইডির তরফে।