কলকাতা ব্যুরো: বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা এখনো গুরুতর। অচেতন অবস্থায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে তাকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে রাখায় অক্সিজেনের মাত্রা কিছুটা স্বাভাবিকের দিকে গিয়েছে। সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে উডল্যান্ডস হাসপাতাল যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধবাবুর মেয়ে সুচেতনার সঙ্গে কথা বলেন। তিনি সব রকম সহগোগিতার আশ্বস্ত করেন। যদি বুদ্ধবাবুর জন্য কোনরকম সরকারি হাসপাতালে চিকিৎসকদের সহযোগিতার প্রয়োজন হয় তাও যেন নেওয়া হয়, জানান মুখ্যমন্ত্রী। তিনি দ্রুত বুদ্ধবাবুর আরোগ্য কামনা করেন।

এর আগেই অবশ্য বিকেলে মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে গিয়ে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় একই সময়ে হাসপাতালে যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীর মতো সিপিএমের শীর্ষ নেতারা। বিমান বসু বলেন, বাইরে থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ভিতরে যায়নি। সূর্য বাবু নিজে চিকিৎসক, তাই তিনি চিকিৎসকদের সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন। সূর্যকান্ত মিশ্র বলেন, অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। চিকিৎসকরা তাদের প্রয়োজন মত যা চিকিৎসা করার করবেন।

হাসপাতাল থেকে জানানো হয়েছে, বুদ্ধবাবুর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তার শরীরে জমে থাকা কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেকটাই বেড়ে যাওয়ায় অবস্থার অবনতি হয়েছে। এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সরোজ মন্ডল এর নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version