কলকাতা ব্যুরো: বিএসএফের মেসে চললো এলোপাথাড়ি গুলি ৷ যার জেরে মৃত্যু হল পাঁচ জওয়ানের ৷ রবিবার পাঞ্জাবের অমৃতসরে বিএসএফ মেসে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় আহত হয়েছেন ১০ জন ৷ তাঁদের সকলকে গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ যে কনস্টেবল গুলি চালিয়েছেন তাঁর নাম সাতাপ্পা ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার সাতসকালে অমৃতসরের খাসা গ্রামের ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের ওই বিএসএফ মেসে বচসা শুরু হয় ৷ সেইসময় রাগের মাথায় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন সাতাপ্পা এসকে নামে এক কনস্টেবল ৷ আচমকা এই আক্রমণে নিজেদের রক্ষা করার সময়ই পাননি মেসে উপস্থিত বাকি জওয়ানরা ৷

ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ পরে আরও চারজনের মৃত্যু হয় ৷ যাঁদের মধ্যে সাতাপ্পা নামে ওই কনস্টেবলও রয়েছেন ৷ দুর্ঘটনায় আরও ১০ জন জওয়ান জখম হয়েছেন ৷ আহত ও মৃতদের গুরু নানক দেব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কী কারণে বচসা শুরু হয়েছিল তা জানার চেষ্টা চলছে ৷ কেনই বা ওই কনস্টেবল এতবড় কাণ্ড ঘটালেন তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Share.

1 Comment

  1. Pingback: ভয়াবহ ধসে বিপর্যস্ত মণিপুর

Leave A Reply

Exit mobile version