কলকাতা ব্যুরো: ইউরোপ থেকে আমেরিকা , ফ্রান্সে, রাশিয়া ও ব্রিটেন করোনা মোকাবিলা করতে ভারতের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেয় গোটা দুনিয়া। তবে এইবার প্রতিশ্রুতি পালনের সময়। তাই বিশ্বের সবচেয়ে বড় পণ্য বহণ যোগ্য বিমানে অক্সিজেন প্ল্যান্ট ভারতে পাঠায় ব্রিটেন। শুধু তাই নয় সঙ্গে থাকছে এক হাজার ভেন্টিলেটর।

প্রায় ১৮ টন ওজনের অক্সিজেন প্লান্টের প্রতি কন্টেনার ৫০০ লিটার প্রতি মিনিট অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। ৫০ জন একসাথে নিতে পারবে এই অক্সিজেন। পৃথিবির সব চেয়ে বড় পন্য বিমান এ এন ১২৪ গতকাল রাতে ই রওনা দিয়েছে যা ভারত পৌঁছাবে রবিবার। যা আপাতত কিছুদিন অক্সিজেনের অভাব মেটাবে ভারতের। এর আগেও প্রায় ৪৯৫ অক্সিজেন কন্টেনার ও ২০০ ভেন্টিলেটর ভারতে পাঠায় ব্রিটেন। করোনা মোকাবিলা করতে ভারতের পাশে আছে ইংল্যান্ড বার্তাও দেয় ব্রিটিশ বিদেশ সেক্রেটারি ডমিনিক রাব।

Share.
Leave A Reply

Exit mobile version