কলকাতা ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল বর্তমান শিক্ষামন্রীর ব্রাত্য বসুরও। তিনি নাকি প্রাথমিক শিক্ষক পদে তৃণমূল কর্মীদের চাকরি দিয়েছেন, এমন কথাই শোনা গিয়েছে দমদমের তৃণমূল কাউন্সিলরের গলাতে। রাজ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও মন্ত্রীর দাবি, ঘোলা জলে পুরনো ভিডিও ভাইরাল করা হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ৩৬১.ইন

বুধবার বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ তুষারকান্তি ঘোষ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেন শর্মাকে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, দাদা (ব্রাত্য বসু) প্রাইমারিতে আমাদের ছেলেদের চাকরি দিয়েছে এবং আমরা যা বলেছিলাম তার কয়েক গুণ বেশি দিয়েছে। আবার সেই ভিডিওতে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকেও বলতে শোনা গিয়েছে, চাকরি তো তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে কীভাবে পাবে সেটা বলব না।

Posted by Tushar Kanti Ghosh on Wednesday, July 27, 2022

এদিকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, ঘোলা জলে পুরনো ভিডিও ভাইরাল করা হয়েছে। যখন নিয়োগের কথা বলছে তখন আমি মন্ত্রী ছিলাম না। যদিও সে কথায় কান দিতে নারাজ বিজেপি। তাদের দাবি, নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। ইতিমধ্যে তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি।
প্রসঙ্গত, রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমন পরিস্থিতিতে পার্থর আমলে কলেজে নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার টেট দুর্নীতিতে নাম জড়াল বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও।

Share.
Leave A Reply

Exit mobile version