কলকাতা ব্যুরো: মুম্বাই যে মাদক পাচারের স্বর্গরাজ্য তা প্রমাণ হয়ে গেল ম্যাঙ্গালোর থেকে বলিউড ডান্সারের গ্রেপ্তারিতে।
নিষিদ্ধ মাদক এমডিএমএ বিক্রির অভিযোগে এবার পুলিসের জালে ধৃত কিশোর আমান শেট্টি। সর্বভারতীয় রিয়েলিটি শো, ডান্স ইন্ডিয়া ডান্স এর জনপ্রিয় প্রতিনিধি এবং বলিউড সিনেমা এ-বি-সি-ডি: এনি বডি ক্যান ডান্স এর অভিনেতা মাদক বিক্রির দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। তবে মুম্বাইয়ে নয়, তাকে ম্যাঙ্গালোর পুলিশ গ্রেপ্তার করেছে।
মুম্বাইয়ের জনপ্রিয় এই কোরিওগ্রাফার ডান্সারের সঙ্গেই একই অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে আকিল নওশীন নামে এক যুবককে। এরা দুজনাই একটি মোটর বাইকে করে যখন নিষিদ্ধ মাদক নিয়ে যাচ্ছিল, তখনই তাদের আটক করে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশের কমিশনার বিকাশ কুমার।
পুলিশ জানিয়েছে, এই নিষিদ্ধ মাদক তারা মুম্বাই থেকে সংগ্রহ করে এনেছিল। পুলিশ মোটরবাইক, দুটি মোবাইল, নিষিদ্ধ মাদক এবং এক লক্ষ টাকা এদের থেকে বাজেয়াপ্ত করেছে। শুক্রবার ধৃতদের আরো জেরা করে এই চক্রের অন্যদের ধরতে চায় পুলিশ।
ম্যাঙ্গালোর থেকে শুক্রবারে পুলিশ আরো দুজন বিদেশীকে গ্রেপ্তার করেছে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে। চিকিৎসার জন্য এরা ভারতবর্ষে এসেছিল বলে তথ্য পাওয়া গেছে। সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যের তদন্তে যেভাবে মাদকচক্রের যোগ পাওয়া গিয়েছিল, তা যে মহারাষ্ট্র ছাড়িয়ে ভিন রাজ্য ছড়িয়েছে আমান শেট্টির গ্রেপ্তারি তে তা স্পষ্ট।

Share.
Leave A Reply

Exit mobile version