কলকাতা ব্যুরো: টানা ২৫ দিন পর অবশেষে জামিন পেলেন আরিয়ান খান।বৃহস্পতিবার মঞ্জুর হল আরিয়ানের জামিন। খুশির হাওয়া বলিউড জুড়ে। বৃহস্পতিবার আরিয়ানের জামিন-এর পর একের পর এক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলি সেলেবরা। অন্যদিকে ছেলের জামিনের খবর পেয়ে অবশেষে হাসি ফুটলো বাবা শাহরুখের মুখে। আইনজীবী সতীশ মানশিণ্ডে ও তাঁর সহযোগীদের সঙ্গে হাসি মুখে দেখা গেল বাদশাকে। এদিন শাহরুখ এবং গৌরী খানের ‘মন্নত’-এ যেন প্রাণ ফিরল। যদিও আপাতত তাঁকে আরও এক বা দু’দিন কাটাতে হতে পারে জেলে।
মালাইকা আরোরা থেকে, সোনু সুদ, আর মাধবন, অমৃতা আরোরা ,মিকা সিং, স্বরা ভাস্কর এতদিনে যে সকলেই যে নিশ্চিন্ত হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এতদিন পূজা ভাট, হনসল মেহতা, সোনু সুদ ও মিকা সিং-এর মতো তারকারাই কিং খানের হয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তবে আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পর কিং খানের জন্য সশুভেচ্ছাবার্তা দিয়েছেন। কেউ আবার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন।
আর মাধবন বলেন, ‘বাবা হিসেবে নিশ্চিন্ত হলাম, ঈশ্বরকে ধন্যবাদ। আশা করব যা হবে ভালো হবে।’
জনপ্রিয় গায়ক মিকা সিং বলেন, ‘আরিয়ান খান ও তাঁর অনান্য অভিযুক্তদের জামিন পাওয়ার শুভেচ্ছা। ভগবানের সত্যের সঙ্গে রয়েছেন সর্বদা।’
মালাইকা আরোরা যিনি আরিয়ানের মা গৌরী খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘থ্যাঙ্ক লর্ড।’ মালাইকার বোন অমৃতা আরোরা কিং খানের গোটা পরিবারের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে লেখেন, ‘একমাত্র ভালোবাসা।’
সোনু সুদ লেখেন, ‘সময় যখন ন্যায় করে, তখন সাক্ষীর প্রয়োজন হয় না।’
২১ অক্টোবর ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছিলেন শাহরুখ খান। শাহরুখ সেখানে পৌঁছনো মাত্রই তাঁর উপর কার্যত ঝাপিয়ে পড়ে গোটা মিডিয়া। আর এই দৃশ্য দেখেই নিজের ক্ষোভ উগরে দেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আবেগপ্রবণ মানুষের দুর্বল মুহূর্তে ক্যামেরা নিয়ে ছোটার আগে, এটা মনে রাখা উচিত ভগবানের ফোকাস তোমার উপরেও আছে… সত্যি সব খবর, খবর হয় না।’
স্বরা ভাস্কর লেখেন, ‘ফাইনালি’। সঞ্জয় কাপুরের মেয়ে শায়ানা কাপুর আরিয়ানের সঙ্গে তাঁর ছেলেবেলার ছবি দেন। শায়ানার মা মাহিপ কাপুর যিনি গৌরী খানের কাছের বন্ধু বলেই পরিচিত তিনি গৌরীর সঙ্গে আরিয়ানের ছোটবেলার একটি ছবি দেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।
অন্যদিকে দীর্ঘদিন দিন পর আরিয়ানের ঘরে ফেরার খবর শুনে স্বস্তিতে শাহরুখ-গৌরী। জন্মদিনের আগে আগাম উপহার পেয়ে গেলেন শাহরুখ। স্টারকিডের ঘরওয়াপসিতে খুশির হাওয়া বলিউডেও।