কলকাতা ব্যুরো: ইডি-এর (এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের) জেরার মুখে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। জানা গিয়েছে, আর্থিক তছরূপের মামলায় এই শ্রীলঙ্কান সুন্দরীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থা। দিল্লিতে চলছে অভিনেত্রীর সওয়াল জবাবের পর্ব। সোমবার পাঁচ ঘন্টা ধরে অভিনেত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি।

ইডি সূত্রে খবর আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত হিসাবে নয়, বরং সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ চলছে জ্যাকলিনের। কয়েক হাজার কোটির তোলাবাজির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, এই তোলাবাজির ব়্যাকেটের প্রধান মাথা বলেই তদন্তে উঠে এসেছে। ইডি-এর সূত্র মারফৎ জানা গিয়েছে, উনি এই কেসের সাক্ষী, মামলার মূল অপরাধী সুকেশ চন্দ্রশেখর। 

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউড সফর করেছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী, এরপর সলমন, অক্ষয় থেকে এই প্রজন্মের সিদ্ধার্থ, বরুণ, টাইগারদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকলিন।

Share.
Leave A Reply

Exit mobile version