কলকাতা ব্যুরো: আফগানিস্তানের রাজধানী কাবুলের এক গুরুদ্বারে জঙ্গি হামলায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিখ ও একজন নিরাপত্তারক্ষী রয়েছেন বলে খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন। অসমর্থিত সূত্রে খবর, বেশ কয়েকজন আটকে রয়েছেন ওই গুরুদ্বারে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

বিদেশমন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, শনিবার সকালে কাবুলের কর্তে পরওয়ান এলাকায় স্থিত ওই গুরুদ্বারের একেবারে সামনে বিস্ফোরণ হয়। একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গিয়েছে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস খোরসান এই বিস্ফোরণ ঘটিয়েছে। এই বিস্ফোরণে যে শিখ ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছে তাঁর নাম সওয়িন্দর সিং (৬০) বলে জানা গিয়েছে। তিনি গজনি প্রদেশের বাসিন্দা।

আফগান আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আবদুল নফি টেকর জানিয়েছেন, ওই এলাকায় আক্রমণকারীদের সঙ্গে তালিবান যোদ্ধাদের গুলির লড়াই হয়েছে। তাঁর দাবি, গুরুদ্বারের বাইরে প্রথমে যে বিস্ফোরণ হয় তাতে কেউ হতাহত হননি কিন্তু পরে এক জঙ্গি গুরুদ্বারের গেটের কাছে গ্রেনেড নিয়ে হামলা চালায় তাতে মৃত্যু হয় একজনের, আহত হন সাতজন। আগুনও ধরে যায়।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল নয়াদিল্লি ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ ঘটনার নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ৷

Share.
Leave A Reply

Exit mobile version