কলকাতা ব্যুরো: ফের রক্তাক্ত আফগানিস্তান। তালিবান রাজত্বে আরও একবার কেঁপে উঠলো এশিয়ার এই দেশ। তালিবানের এক নেতা এই ভয়াবহ বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়েছেন। আফগানিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০০-এর বেশি মানুষ এই বিস্ফোরণের জেরে নিহত হয়েছে।
রিপোর্ট বলছে, স্থানীয় সময় অনুযায়ী বেলা দেড়টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের উত্তর দিকে একটি মসজিদে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু মানুষ বিস্ফোরণের সময় শুক্রবারের নামাজ পড়তে হাজির ছিলেন। একটি আত্মঘাতী বিস্ফোরণের জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র দাবি করেছে, এই বিস্ফোরণের জেরে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ২০০ জন বিস্ফোরণের জেরে আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে চলতি সপ্তাহেই আফগানিস্তানের রাজধানী কাবুলের ইদগাহ মসজিদের প্রবেশ পথে একটি বিস্ফোরণ ঘটে। সেই হামলাতে প্রায় ১২ জনের মৃত্যু হয়। সেখানে একটি শোকসভা পালনে কিছু লোক জমায়েত হতেই বিস্ফোরণ ঘটানো হয়।