কলকাতা ব্যুরো : আজ শিলিগুড়িতে সভা করবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। হাজীর থাকছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস কৈলাস বিজয়বর্গীয় প্রমূখ। অন্যদিকে আজি মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। তৃণমূল নেত্রীর সভায় পাল্টা কর্মসূচি হিসেবে শিলিগুড়ি কে বেছে নিয়ে প্রচারের হাতিয়ার করেছে রাজ্য বিজেপি। আম্পান দুর্নীতি, বেকারত্ব, চা শ্রমিকদের দুরবস্থা, উত্তরবঙ্গের মানুষের বঞ্চনা ইত্যাদি একগুচ্ছ অভিযোগ উঠে আসবে আজ বিজেপির সভা থেকে ।
জানা যাচ্ছে উত্তরকন্যা অভিযানে বিজেপি দুটি মিছিল করবে দুই দিক থেকে। প্রথমটি জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এবং অন্য মিছিলটি হবে শিলিগুড়ির জলপাই মোড় থেকে। জলপাইগুড়ির মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও এই মিছিলে থাকবেন সৌমিত্র খাঁ এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। শিলিগুড়ির মিছিলের নেতৃত্ব দেবেন কৈলাশ বিজয় বর্গী। এছাড়াও মিছিলে থাকার কথা মুকুল রায় এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেননের।
বলাবাহুল্য এই মিছিলে উত্তরবঙ্গে নিজেদের শক্তি যাচাই করতে চাইছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বেশ ভালো ফল হয়েছে বিজেপির। সংগঠন সেখানে মজবুত। এই অভিযানের মাধ্যমে একবার সেখানে শক্তিপরীক্ষা করতে চাইছে বিজেপি। বিশেষত গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং তৃণমূলের হয়ে মাঠে নামার পর বিজেপির শক্তিপরীক্ষা সেখানে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা বলা বাহুল্য।
বিজেপি সূত্রের খবর উত্তরবঙ্গের আটটি জেলা থেকে বিজেপি কর্মীরা এই অভিযানে অংশগ্রহণ করবেন। ১ লক্ষেরও বেশি বিজেপি কর্মী অংশগ্রহণ করবেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। আজ উত্তরকন্যা যাওয়ার প্রায় সমস্ত রাস্তাযই বন্ধ থাকবে। প্রশাসনের তরফ থেকে একথা পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে। এছাড়াও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করতে পারে পুলিশ।