কলকাতা ব্যুরো: দিনকয়েক ধরে একের পর এক টুইট করেছেন। রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ। তা নিয়ে বেজায় অস্বস্তিতে পদ্ম শিবির। তারই মাঝে শনিবার সকালে আরও একবার বোমা ফাটালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। বিদায় জানিয়ে টুইট করলেন তিনি। তবে কি এবার সত্যিই বিজেপি ছাড়ছেন? নাকি দল সম্পর্কে টুইট করা থেকে বিরত থাকবেন, তাঁর টুইট ঘিরে জল্পনা তুঙ্গে।
শনিবার সকালে পরপর তিনটি টুইট করেন তথাগত রায়। প্রথম টুইটে আর একবার রাজ্য নেতাদের বিরুদ্ধে সুর চড়ান। তবে গত কয়েকদিনের টুইটে যেভাবে নারী, অর্থের লোভ নিয়ে তোপ দেগেছিলেন তথাগত, তার অপেক্ষায় এদিনের টুইটের খোঁচা তেমন কিছুই নয়। তবে শেষ লাইনটি ঘিরে রাজনৈতিক মহলে জোর শোরগোল। বর্ষীয়ান বিজেপি নেতা লেখেন, “আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!”
এরপরই প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি ছাড়ছেন তিনি? নাকি টুইট করবেন না বর্ষীয়ান নেতা? যদিও এ জল্পনা জিইয়ে রেখেছেন তথাগত রায় কারণ, টুইট ছাড়া কিছুই বলবেন না বলেই দাবি করেন তিনি।
শুক্রবারও বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র। সে প্রসঙ্গে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের প্রশংসাই করেন বর্ষীয়ান বিজেপি নেতা।
তৃতীয় টুইটে সলিল চৌধুরীর গানের কলি উল্লেখ করেন তিনি। বাংলার ‘চাকা ঘোরা’ নিয়ে সংশয় প্রকাশ করেন বর্ষীয়ান বিজেপি নেতা।
তথাগত রায়ের বিস্ফোরক টুইটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর শোরগোল। বর্ষীয়ান বিজেপি নেতাকে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
শনিবার ‘বিদায়ে’র কথা উল্লিখিত টুইট ঘিরে জল্পনা যে আরও অন্য মাত্রা পেল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তথাগত রায় পরবর্তী পদক্ষেপ কী করেন, সেদিকেই নজর সকলের।