কলকাতা ব্যুরো: তিনি আদালতে আগাম জামিন নিলেন তারপর দুষ্ট ছেলে মেয়েদের ফল বিতরণ করলেন তিনি বিজেপির রাজ্য নেতা রাজু ব্যানার্জি।
বৃহস্পতিবার আসানসোল আদালতে আগাম জামিন নিলেন বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়। এ মাসের প্রথম দিকে আসানসোল বিএনআর-এ বিজেপির এক কর্মসূচিতে রাজু ব্যানার্জি পুলিশের সাথে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই মামলার আগাম জামিন নেন আজ। জামিনের পর দুঃস্থদের ফল বিতরণ করেন রাজু বন্দোপাধ্যায়।
Previous Articleভোর থেকে গঙ্গার ঘাটে ভিড় সামলাতে পুলিশ
Next Article একই জায়গায় সংক্রমণ, সুস্থতা থেকে মৃত্যু