কলকাতা ব্যুরো: আগামী বছর বিধানসভা ভোটের আগে তৃণমূল – বিজেপির রাজনৈতিক টানা-পোঁড়েনে সর্বশেষ ইস্যু, লোকাল ট্রেন।
রাজ্য সরকারের তরফে পুজোর আগে লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে আপত্তি জানানো হয়েছে। আর তাতেই মাঠে নেমে পড়েছে বিজেপি।
বুধবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় হাওড়া ডিভিশনাল ম্যানেজার এর সঙ্গে লোকাল ট্রেন চালানো নিয়ে বৈঠক করেন। এর আগে বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে দুর্গা পুজোর আগেই লোকাল ট্রেন চালু করার জন্য অনুরোধ করেছিলেন। সে ব্যাপারে প্রাথমিক সবুজ সঙ্কেত দিয়েছে রেল।
যদিও তাতে রাজনৈতিক টানাপোড়েন কমছে না তৃণমূল ও বিজেপির। বিজেপি সাংসদ লকেট এদিন বলেন, কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও লোকাল ট্রেন পুনরায় চালু করতে সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না। রাজ্যে লোকাল ট্রেন চালানোর জন্য স্থানীয় সরকারের অনুমোদন দরকার। তার বক্তব্য, কেন্দ্রীয় সরকার এবং রেল থেকে বারবার রাজ্যকে চিঠি দিয়ে তাদের অনুমোদনের ব্যাপারটি জানতে চাওয়া হয়েছে। কিন্তু রাজ্য কোনো জবাব দেয়নি বলে তার অভিযোগ।

Share.
Leave A Reply

Exit mobile version